প্রকাশিত: Tue, Dec 26, 2023 9:53 PM
আপডেট: Tue, Jul 1, 2025 11:59 PM

[১]কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় ভৌত-অবকাঠামো এবং একাডেমিক মাস্টার প্লান প্রণয়ন বিষয়ক চূড়ান্ত কর্মশালা

 এ এইচ সবুজ, গাজীপুর: [২] মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। 

[৩] পরিকল্পনা ও উন্নয়ন শাখার আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. এম. ময়নুল হক। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। 

[৪] দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের ভৌত-অবকাঠামোগত উন্নয়নের মাস্টার প্লান উপস্থাপন করেন শেলটেন কনসালটেন্টস লি. এর কো-অর্ডিনেটর মুহাম্মদ আরিফুল ইসলাম ও রেসিডেন্ট আর্কিটেক্ট ফারজানা ইসলাম তমা। পরে একাডেমিক মাস্টার প্লান উপস্থাপন করেন প্রকল্পের শিক্ষাবিদ কনসালটেন্ট প্রফেসর ড. মইন-উস-সালাম।  

[৫] বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণা ফাউন্ডেশন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, প্রাণি সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের মহাপরিচালক ও প্রতিষ্ঠান প্রধানগণের প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন। উপস্থিত প্রায় সকল বহিঃস্থ এক্সপার্টগণ এধরনের ব্যতিক্রমী ও ভিশনারী পরিকল্পনা প্রণয়নের জন্য ভাইস-চ্যান্সেলরের ভূয়সী প্রশংসা করেন। 

[৬] কর্মশালায় অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় বর্তমান ও সাবেক ডীন, পরিচালক ও সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।